শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি একদিনের ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল মমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারো খেলাধূলায় মেতে উঠেছে। এমনটিই দেখতে চান তিনি। এবং তিনি আরো বলেন আগামী কাউন্সিলর গোল্ডকাপ টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে। নতুন নতুন খেলোয়াড় তৈরি ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই বলে যানান তিনি।
টুর্নামেন্ট পরিচালনা করেন হিমেল ও কাদিরগঞ্জ দড়িখরবোনা কদমতলা কবর খনন কমিটি ও সমাজ কল্যাণ সংস্থা সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম আজম, প্রধান শিক্ষক, হাউজিং এস্টেট উচ্চ বালিকা বিদ্যালয়।
নূর মোহাম্মদ সিয়াম, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর। ডাক্তার সিরাজুম মুবিন সবুজ,সাধারণ সম্পাদক ছাত্রলীগ, রাজশাহী মহানগর।
মোঃ শাহিনুর রহমান, অফিসার্স ইনচার্জ উপশহর পুলিশ ফাঁড়ি রাজশাহী। সার্বিক সহযোগিতায় মোঃ বজলুর রহমান পরিচালক, চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ ।
শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল একদিনের টুর্ণামেন্টে ফাইনাল খেলায় মুখোমুখী হয় আয়ান স্টার ও রাজশাহী সিটি কিংস দল। খেলার নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয় , পেনাল্টি তেও ড্র পরবর্তীতে টর্চের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে আয়ান স্টার।
এম জি আর এ