বগুড়ার শাজাহানপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: আশিক খান করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ১৭ ই নভেম্বর( মঙ্গলবার) মেডিকেল রিপোর্টের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন করোনা পজিটিভের সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন ৷ জানাগেছে, জ্বর, শর্দি, কাশি উপসর্গ দেখা দিলে শাজাহানপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে গত শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর গত সোমবার রাতে মোবাইল ফোনে করোনা পজিটিভের বিষয়টি ম্যাসেজের মাধ্যমে তাকে জানানো হয়।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে তিনি বর্তমানে ঢাকার শমরিতা হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৷